Wednesday, August 5, 2020

‘বাংলাদেশ পুলিশ পদক’ নেপথে বন্দুক যুদ্দ



প্রদীপ কুমার দাশ প্রায় ২৫ বছরের চাকরিজীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন চট্টগ্রাম অঞ্চলে। বছর দুয়েক আগে টেকনাফ থানায় যোগ দেন। এই দুই বছরে দেড় শতাধিক ‘বন্দুকযুদ্ধ’ ঘটেছে এ থানা এলাকায়। সর্বশেষ ভিডিও বার্তায় তিনি চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে টেকনাফকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার হুমকি দিয়ে আলোচনায় আসেন।

প্রদীপ কুমার দাশ বিপিএম পাওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে যে ছয়টি ঘটনার উল্লেখ করেছেন, তার সঙ্গে মিল পাওয়া যায় দুর্ধর্ষ অ্যাকশন সিনেমার। অ্যাকশন সিনেমার গুরুত্বপূর্ণ উপাদান ডাকাত, সন্ত্রাসী, ইয়াবা কারবারি, মাদক, অস্ত্র, গোলাগুলি—সবই আছে এগুলোয়। তাঁর সম্পর্কে পুলিশ সদর দপ্তরের বাছাই কমিটির মন্তব্য ছিল, নিরস্ত্র পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার দাশের নেতৃত্বে বহুল আলোচিত ইয়াবার কেন্দ্রবিন্দু টেকনাফ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। তিনি জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ অস্ত্রশস্ত্রসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীদের অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেন।






টেকনাফ থানার আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ কথিত বন্দুকযুদ্ধের জন্য ২০১৯ সালে পুলিশের  সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ পদক’ বা বিপিএম পেয়েছিলেন। পদক পাওয়ার জন্য তিনি পুলিশ সদর দপ্তরে ছয়টি কৃতিত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। সব কটি ঘটনাতেই আসামি নিহত হন।

মানবাধিকারকর্মী নূর খান লিটন প্রথম আলোকে বলেন, ‘কয়েক বছর ধরে বন্দুকযুদ্ধের নামে যে হত্যাকাণ্ড চলছে, সেটি বন্ধ হচ্ছে না এবং তা বন্ধে যে দৃশ্যমান পদক্ষেপ দরকার, সেটাও অনুপস্থিত। উল্টো রাষ্ট্রে এ ধরনের হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার একধরনের সংস্কৃতি বহমান। আমরা দেখেছি বিভিন্ন বাহিনীর মধ্যে কোট–আনকোট শুটার শব্দ ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে পদক দেওয়ার ক্ষেত্রে জনমনে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন আছে, সে বিষয়ে পারঙ্গম ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।’
এভাবে যদি চলতে থাকে থাহলে আমাদের সামাজিক ভারসাম্ম কি ঠিক থাকবে ।

Wednesday, July 8, 2020

করোনা পরিসথিতি

বাংলাদেশ সহ সারা দুনিয়া কোভিক-১৯ তথা করোনায় আক্রান্ত । এই সমস্যা থেকে কবে যে আল্লাহ মুক্তি দেবেন সে আল্লাহই ভাল জানেন ।

Thursday, January 16, 2020

সাউদ সিটি

অনিন্দ সুন্দর একটি মসজিদ  ঢাকার অদূরে সাউদ সিটি  আবাসিক এলাকায় অবস্থিত।  সময় করে ঘুরে আস্তে পারেন।  mygb



প্রযুক্তিতে এগিয়ে যাচ্চে আমাদের প্রিয় বাংলাদেশ। 



আমরা  একটা সুন্দর  আগামীর বাংলাদেশ দেখতে  চাই। 

‘বাংলাদেশ পুলিশ পদক’ নেপথে বন্দুক যুদ্দ

প্রদীপ কুমার দাশ প্রায় ২৫ বছরের চাকরিজীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন চট্টগ্রাম অঞ্চলে। বছর দুয়েক আগে টেকনাফ থানায় যোগ দেন। এই দুই বছরে দেড় শত...